১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রীজের নিচ দিয়ে যাওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • আবু রায়হান
  • পোস্ট হয়েছেঃ ১২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 533

দেহ থেকে মাথা বিচ্ছিন্ন।

পটুয়াখালীর বাউফলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ব্রীজের ধাক্কায় শাকিব (২২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের খান বাড়ি সংলগ্ন খালে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি বাল্কহেড কারখানা এলাকা থেকে দেওপাশার উদ্দেশে রওনা দেয়। চালানটির ওপর শ্রমিক শাকিব বসা ছিলেন। পথিমধ্যে খানবাড়ি ব্রীজের নিচ দিয়ে যাওয়ার সময় বাল্কহেডটি নিচু ব্রীজে ধাক্কা খায়। এতে সঙ্গে সঙ্গে শাকিবের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়।
নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
পরে স্থানীয়রা বাউফল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, ব্রিজটির উচ্চতা কম হওয়ায় এবং বাল্কহেডে শ্রমিকদের খোলা অবস্থায় বসিয়ে চলাচলের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

দেবহাটা সদর ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি ঘোষনা

ব্রীজের নিচ দিয়ে যাওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দেহ থেকে মাথা বিচ্ছিন্ন।

পটুয়াখালীর বাউফলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ব্রীজের ধাক্কায় শাকিব (২২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের খান বাড়ি সংলগ্ন খালে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি বাল্কহেড কারখানা এলাকা থেকে দেওপাশার উদ্দেশে রওনা দেয়। চালানটির ওপর শ্রমিক শাকিব বসা ছিলেন। পথিমধ্যে খানবাড়ি ব্রীজের নিচ দিয়ে যাওয়ার সময় বাল্কহেডটি নিচু ব্রীজে ধাক্কা খায়। এতে সঙ্গে সঙ্গে শাকিবের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়।
নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
পরে স্থানীয়রা বাউফল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, ব্রিজটির উচ্চতা কম হওয়ায় এবং বাল্কহেডে শ্রমিকদের খোলা অবস্থায় বসিয়ে চলাচলের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।