
সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৪৩ লক্ষ টাকা, এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৫০ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৩ লক্ষ টাকা।
অপরদিকে, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪৩ লক্ষ টাকা, এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১৭ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫৮ হাজার টাকা। এ বাজেটে সম্ভাব্য রাজস্ব স্থিতি হিসেবে ধরা হয়েছে ২০ হাজার টাকা।
গত বছরের তুলনামূলক চিত্র:
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছিল ২৩ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা, এবং ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৩১৮ টাকা।
বাজেটের মূল দিকনির্দেশনা:
পৌর প্রশাসক জানান, চলতি অর্থবছরের বাজেটে পৌরবাসীর ওপর নতুন কোনো করারোপ করা হয়নি। বরং জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ও ফুটপাত উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌরবাসীর জীবনমান উন্নয়নে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:বাজেট ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—প্রশাসকের সহায়তা কমিটির সদস্য ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম,৩/৪ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম,৫ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,৭ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার,পৌরসভা সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া
,পৌর নক্সাকার রবিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম,পেশাজীবী সংগঠনের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, এস এম মশিউল আলম শিবলী, ডা. সোহরাব হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,এনজিও প্রতিনিধি বাদল রায় স্বাধীন, আকরাম হোসেন, দুলাল চন্দ্র দাশ নাগরিক সমাজের প্রতিনিধি সাইফুর রহমান শামীম, মাইনউদ্দীন, নাজিম উদ্দীন, সোহেল রানা আকবর, মাকছুদুর রহমান বাবুল, রোজিনা আক্তার, মোঃ কাউছার, মাস্টার আকবর, মোঃ মাসুদ, জাকের হোসেন বিপুল, সাহাবউদ্দীন, আমানত কাদেরসিডিএ প্রতিনিধি সালাউদ্দিন রনি প্রমুখ।