
৩০শে জুলাই সকাল ১০টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা প্রেস ক্লাব সংলগ্ন প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ পুনঃবহাল এর দাবিতে মানববন্ধন
করা হয় ।
উক্ত মানববন্ধনে তালা উপজেলার ২৭ টি কিন্ডারগার্টেন এর সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।এ সময় মোহাম্মদ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা রাখেন, তালা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জনাব আব্দুল হালিম সাহেব এবং সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও শিক্ষিকা সাবিনা ইয়াসমিন সহ আরো অনেকে।
বক্তৃতা কালে শিক্ষকগণ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা একটি মৌলিক অধিকার। যা রাষ্ট্রের প্রতি নাগরিকের রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ।এখানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তারাও বাংলাদেশের শিক্ষার্থী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বাংলাদেশের শিক্ষার্থী। এখানে বৈষম্য কেন হবে তাই এখনো সময় আছে বৈষম্য দূর করে আবারও শিক্ষার্থীদের পরীক্ষা সুযোগ দেওয়া হোক।
অন্যথায় শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ আগামীতে আরো কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।