
রংপুর মহানগরে ভূমি সংক্রান্ত শত জটিলতা নিরসনের একমাত্র আশ্রয়স্থল মহানগর ভূমি অফিসে মাত্রা অতিরিক্ত কাজের চাপে হিমশিম খাচ্ছে দায়িত্ব কর্মকর্তা। ভুমির নামজারী সহ ভুমির নানান ধরনের অভিযোগ নিষ্পত্তির কাজ হয়ে থাকে এই মহানগর ভুমি অফিসে। ফলে এই অফিসের বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তার দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। অতিথে রংপুর মহানগর ভুমি অফিসের কাজ নিয়ে মহানগরের মানুষের মাঝে নানান ধরনের অভিযোগ থাকলেও বর্তমানে তেমন কোনো অভিযোগ নেই। তবে একটাই অভিযোগ নামজারী কাজের ধীরগতি। বিষয় টি নিয়ে গতকাল ঐ অফিসের (অতিরিক্ত দায়িত্ব)প্রাপ্ত
দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন– আমিসহ এই অফিসের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী সবাই এই ধরনের জটিলতা নিরসনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান ভুমি আইন অনুযায়ী সঠিক কাজ করতে গীয়ে একটু সময় লাগছে এছাড়াও ভুমি বিষয় এখনো সাধারণ মানুষের সঠিক তেমন কোনো ধারণা না থাকায় একাধিক অভিযোগ নিষ্পত্তি করা ও নামজারী শুনানি করতে জটিলতার সৃষ্টি হচ্ছে।এই ধরনের জটিলতা নিরসনের জন্য জনবল নিয়োগ জরুরি হয়ে পড়েছে।অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে গীয়ে সমায় সল্পতার কারনে সেবা দেওয়া ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হচ্ছে।
রংপুর মহানগর এলাকায় সাধারণ মানুষ অবিলম্বে মহানগর ভুমি অফিসের কর্যক্রমের গতি ফিরিয়ে আনতে জনবল নিয়োগ দেওয়া জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।।