
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।চথানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগী জানান, গত ১১ জুন দিবাগত রাতে তিনি ও তার এক ভাড়াটিয়া সুমন নিজ নিজ মোটরসাইকেল বাড়ির নিচতলার গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ১২ জুন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে তারা দেখতে পান, গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।ঘটনার প্রেক্ষিতে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু হয় (এফআইআর নং-২৭, তারিখ: ১৩ জুন ২০২৫; ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০)।পরবর্তীতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন রাত ১টা ৩০ মিনিটে সদর থানাধীন পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন:
১। মোঃ জাহিদুল ইসলাম (৩০), পিতা-মৃত ফারাজ মুন্সি, হুকমাপুর, সদর, বগুড়া।
২। মোঃ এরশাদ আলী (৩৫), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, কড়ইহাট, নন্দীগ্রাম, বগুড়া।
তাদের হেফাজত থেকে চুরি হওয়া ইয়ামাহা এফজেড-এস (ভার্সন-২) এবং বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।