
দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ভিতর দিয়ে বযে যাওয়া খালের ধারে খেলা করতে করতে খালের পানিতে পড়ে গিয়ে ইয়াছিন (৯) নামের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।জানাগেছে, গত শুক্রবার ইয়াছিন তার সদাবরী নানার বাড়িতে বেড়াতে আসে। সে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের খালেকের ছেলে। নানার বাড়িতে এসে তার মামার ছেলে মেয়েদের সাথে গ্রামের খালের ধারে খেলা করতে করতে এক সময় খালের পানিতে পড়ে যায়। পরে অন্যন্য ছেলে মেয়েরা বাড়িতে খবর দিলে দ্রুত পরিবারের লোকজন পানিতে নেমে ইয়াছিনকে উদ্ধার করে মৃত্যু অবস্থায়। ইয়াছিনের বাবা খবর পেয়ে ছুটে আসেন উপজেলার সদাবরীতে। পিতা খালেক সঙ্গে সঙ্গে তার মৃত্যু ছেলেকে নিজ গ্রাম মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে নিয়ে যায়। পরে বাদ আছর নামাজের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পুর্ন করা হয়।