
সাতক্ষীরায় প্রকাশিত জনপ্রিয় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের কেন্দ্রস্থলে “সাতনদী ফোরাম”-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন জেলার বিশিষ্ট সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রুবেল হোসেন, নান টিভির জেলা প্রতিনিধি ও ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, ভয়েস অফ টাইগারের মিহিরুল বাবু, দৈনিক চৌকস-এর প্রতিনিধি মোঃ হাফিজ, এনপিএস নিউজের রবিউল, আব্দুর রব, দৈনিক সাতনদীর কিশোর কুমার ও ইমান আলি, যায়যায়কাল-এর আব্দুর রহমান, খুলনার সময় পত্রিকার ইউনুস আলি এবং দৈনিক সাতনদীর রাজিব হাসান ও নবকুমার প্রমুখ।
বক্তারা বলেন, “হাবিবুর রহমান একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক। তিনি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সত্য প্রকাশের দায়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। আমরা এ ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এবং হাবিবুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
মানববন্ধন শেষে সাংবাদিক সমাজ একত্রে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সাংবাদিকতা মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর সত্য প্রকাশে কোনো ভয় না করা।