০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • শাহীন মোড়ল
  • পোস্ট হয়েছেঃ ০৬:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 31
গাজীপুরের কালীগঞ্জে প্রোগ্রাম ইন এগ্রিকালচারাল এন্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আধুনিক, পুষ্টিকর, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আধুনিক কৃষি ব্যবস্থাপনা জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ রূপরেখা নিয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পিএফএস এর সদস্য ও নন পিএফএস সদস্য এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী ও  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপ-সহকারী কর্মকর্তা মো, সাইদুর রহমান, কৃষি উদ্যোক্তা সামসুল জামান, কৃষক কামাল হোসেন ও কৃষাণী পূর্ণিমা রানী দাস প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া। এরই ফলে বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৬:৫১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে প্রোগ্রাম ইন এগ্রিকালচারাল এন্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আধুনিক, পুষ্টিকর, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আধুনিক কৃষি ব্যবস্থাপনা জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ রূপরেখা নিয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পিএফএস এর সদস্য ও নন পিএফএস সদস্য এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী ও  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপ-সহকারী কর্মকর্তা মো, সাইদুর রহমান, কৃষি উদ্যোক্তা সামসুল জামান, কৃষক কামাল হোসেন ও কৃষাণী পূর্ণিমা রানী দাস প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া। এরই ফলে বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।