০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অতঃপর ২ জন কে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে..

  • Md Shakhawat Hossain
  • পোস্ট হয়েছেঃ ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 31
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিকাশ, নগদ ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্যকে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সন্দেহভাজন অপর ২জনকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃত্তির নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান। পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫),  ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)। অপরাধে জড়িত না থাকায় পৌর এলকার আকাশ ও তারেককে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু’জন জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন, এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, অতঃপর ২ জন কে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে..

পোস্ট হয়েছেঃ ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিকাশ, নগদ ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্যকে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সন্দেহভাজন অপর ২জনকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃত্তির নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান। পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫),  ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)। অপরাধে জড়িত না থাকায় পৌর এলকার আকাশ ও তারেককে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু’জন জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন, এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।