১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেও প্রকাশ্যে হাটে-বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছের চারা

পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ গত ১৫ ই মে ২০২৫ইং সরকারের দেয়া প্রজ্ঞাপনে বিক্রয়,বিপনন ও চারা রোপন নিষিদ্ধ করা হলেও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি হাট-বাজারে গিয়ে দেখা যায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে এসব গাছ।দামে সস্তা ও অল্প সময়ে বর্ধনশীল এ গাছের ব্যাপক চাহিদা থাকায় নার্সারির মালিকরা অধিক মুনাফা লাভের আশায় বাজারে এনে বিক্রি করছেন।
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞদের মতে অধিক পানি শোষণ, মাটির উর্বরতা হ্রাস, পাতা থেকে নিঃসরিত রাসায়নিক পদার্থ ইউক্যালিপটোল যা মাটিতে পরে অন্যান্য উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে তাই পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছের চারা বিক্রি,বিপনন ও চারা রোপন নিষিদ্ধ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মীরগঞ্জ, শোভগঞ্জ,বেলকা,নগর কাঠগড়া, হাসানগঞ্জ,জামাল হাট সহ প্রতিটি হাট-বাজারে ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ বিক্রি প্রশাসনের নাকের ডগায় বন ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানন দামে সস্তা ও অল্প সময়ে গাছ বেড়ে উঠে বলে তারা এ গাছ লাগতে বেশি আগ্রহী, পরিবেশের ক্ষতিকর বিষয়টি জানার পরও তারা এ গাছ লাগানোর প্রতি ঝুকছেন।বিক্রেতারা বলছেন বাজার এ দুটি গাছের ব্যাপক চাহিদা থাকায় তারা এ গাছের চারা উৎপাদন ও বিক্রি করছেন।ফলজ,বনজ ও ঔষধী গাছ বাজারে থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রি বাড়ানোর জন্য তারা অন্যান্য গাছের পাশাপাশি ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ বিক্রি করে থাকেন।
শুধু প্রজ্ঞাপন দিয়ে নয়,স্থানীয় প্রশাসন দ্বারা নিয়মিত হাট-বাজারে অভিযান পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছর চারা বিক্রি, বিপনন ও চারা রোপন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক বলে মনে করেন পরিবেশবিদরা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

নিষিদ্ধ হলেও প্রকাশ্যে হাটে-বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছের চারা

পোস্ট হয়েছেঃ ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ গত ১৫ ই মে ২০২৫ইং সরকারের দেয়া প্রজ্ঞাপনে বিক্রয়,বিপনন ও চারা রোপন নিষিদ্ধ করা হলেও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি হাট-বাজারে গিয়ে দেখা যায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে এসব গাছ।দামে সস্তা ও অল্প সময়ে বর্ধনশীল এ গাছের ব্যাপক চাহিদা থাকায় নার্সারির মালিকরা অধিক মুনাফা লাভের আশায় বাজারে এনে বিক্রি করছেন।
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞদের মতে অধিক পানি শোষণ, মাটির উর্বরতা হ্রাস, পাতা থেকে নিঃসরিত রাসায়নিক পদার্থ ইউক্যালিপটোল যা মাটিতে পরে অন্যান্য উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে তাই পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছের চারা বিক্রি,বিপনন ও চারা রোপন নিষিদ্ধ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মীরগঞ্জ, শোভগঞ্জ,বেলকা,নগর কাঠগড়া, হাসানগঞ্জ,জামাল হাট সহ প্রতিটি হাট-বাজারে ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ বিক্রি প্রশাসনের নাকের ডগায় বন ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানন দামে সস্তা ও অল্প সময়ে গাছ বেড়ে উঠে বলে তারা এ গাছ লাগতে বেশি আগ্রহী, পরিবেশের ক্ষতিকর বিষয়টি জানার পরও তারা এ গাছ লাগানোর প্রতি ঝুকছেন।বিক্রেতারা বলছেন বাজার এ দুটি গাছের ব্যাপক চাহিদা থাকায় তারা এ গাছের চারা উৎপাদন ও বিক্রি করছেন।ফলজ,বনজ ও ঔষধী গাছ বাজারে থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রি বাড়ানোর জন্য তারা অন্যান্য গাছের পাশাপাশি ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছ বিক্রি করে থাকেন।
শুধু প্রজ্ঞাপন দিয়ে নয়,স্থানীয় প্রশাসন দ্বারা নিয়মিত হাট-বাজারে অভিযান পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকর আগ্রাসী ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছর চারা বিক্রি, বিপনন ও চারা রোপন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক বলে মনে করেন পরিবেশবিদরা।