০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে চা শ্রমিক কিশোরীকে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার চা বাগানে কাজ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন সুপ্তা মাঝি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। গত শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, নিহত সুপ্তা ও অভিযুক্ত রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। তবে সুপ্তা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।
 তিনি আরও জানান, শনিবার গভীর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানা ওসি(তদন্ত) নুর মোহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

ফটিকছড়িতে চা শ্রমিক কিশোরীকে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৭:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার চা বাগানে কাজ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন সুপ্তা মাঝি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে। গত শনিবার (৫ জুলাই) ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, নিহত সুপ্তা ও অভিযুক্ত রতন একই বাড়িতে বসবাস করতেন। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। তবে সুপ্তা এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।
 তিনি আরও জানান, শনিবার গভীর রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানা ওসি(তদন্ত) নুর মোহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।