
সাতক্ষীরা ভোমরা স্হল বন্দরের দুই শ্রমিক ইউনিয়নের মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে। ১৬ই জুলাই বুধবার ভোমরা স্হল বন্দর নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয় থেকে উক্ত মনোনয়ন পত্র বিক্রি করা হয়। উক্ত শ্রমিক ইউনিয়নের নির্বাচন আমামী ০২ আগস্ট ২০২৫, ভোমরা স্হল বন্দর গোডাউন হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের হাতে নমিনেশন পেপার তুলে দিচ্ছেন ভোমরা স্থলবন্দর হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের (১১৫৯) এর প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী ও আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। এবং (১১৫৫) এর নির্বাচন কমিশনার ইসরাইল গাজী, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আবু মুসা , বাবু পরিতোষ কুমার ঘোষ , আসাদুল ইসলাম , রেজাউল ইসলাম, লুৎফুর রহমান মন্টু , আব্দুস সবুর , আব্দুল জলিল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। দুই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি:(১১৫৯)এর ৩২ টি নির্বাচনী মনোনয়ন পত্র বিক্রি হয়েছে এবং হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ (১১৫৫)এর ২৯টি নির্বাচনী মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।