
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০ নম্বর ইউনিয়নে চলমান দীর্ঘমেয়াদি প্রশাসনিক অচলাবস্থা নিরসনে অবৈধ ও বিনাভোটের চেয়ারম্যানদের স্থায়ী অপসারণ এবং জরুরি ভিত্তিতে প্রশাসক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সীতাকুণ্ড উপজেলা শাখা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বিএনপির নেতৃত্বে উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চেয়ারম্যানরা অনুপস্থিত থাকায় স্থানীয় জনগণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণের দুঃখ-দুর্দশার কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে অনিয়মিত ও অবৈধ চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে পরিষদগুলোর কার্যক্রম সচল রাখার দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, কমল কদর, কাজী মহিউদ্দিন, জহুরুল আলম, মোরসালিন, আবুল কালাম আজাদ, আকবর হোসেন, অ্যাডভোকেট আইনুল কামাল, সরোয়ার কামাল, অ্যাডভোকেট সরোয়ার লাভলু, তহিদুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
এর আগে (১৫ জুলাই) একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান এবং উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”