
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়, নিজামুদ্দিন খলিফা পিতা আব্দুল আজিজ খান বিএনপি’র ওয়ার্ড কমিটির সভাপতি পদ প্রার্থী হয়ে চাঁদাবাজির জন্য আলহাজ্ব মাওলানা মোঃ নুর আলম ঢাকার ব্যবসায়ী গোবিন্দপুর নিবাসী এর নিকট চাঁদা দাবি করে। ব্যবসায়ী নুর আলম সাহেবের বাড়ির সম্মুখে সরকারি জায়গা যাহা নুর আলম সাহেব ডিসি আর কেটে নিয়েছেন । নিজাম খলিফার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তার সাথে ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইদ্রিস মোল্লা রিয়াজ ইত্যাদি পরবর্তীতে জানা গেল বিএনপির ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী আবুল সিকদার সে নিজামেরে ওখানে ঘরতলা নির্দেশ প্রদান করে দিয়েছেন,
এই সময় তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হন নাই,
এই বিষয় থানর ওসি বলেন,এই রকম অভিযোগ আমরা এখনও পাই নাই, যদি পাই তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে