১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার

  • আকাশ আহমেদ
  • পোস্ট হয়েছেঃ ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 53
বগুড়ায় আবারো ঘটে গেল এক ভয়াবহ জোড়া খুনের ঘটনা। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে সাবেক প্রেমিকের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন, গুরুতর আহত হয়েছেন সাবেক প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর বগুড়া শহরতলীর ১৪ নম্বর ওয়ার্ডের হরিগাড়ি পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনার বিবরণ অনুযায়ী, সৈকত নামে এক যুবক ধারালো অস্ত্র হাতে হরিগাড়ির একটি বাড়িতে ঢুকে সাবেক প্রেমিকা বন্যা, তার ভাবী হাবিবা বেগম (২২) এবং দাদী লাইলী বেগমকে (৭০) উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লাইলী বেগম ও হাবিবা বেগম নিহত হন। বন্যা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ঘাতক সৈকত। কিন্তু রাত আনুমানিক ৩টায় বগুড়ার খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত সৈকত বগুড়ার হরিগাড়ি এলাকার বাসিন্দা সোহেলের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানোর কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই সৈকতের আচরণ সন্দেহজনক ছিল। সে বিভিন্ন সময় বন্যার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।
এদিকে, একই পরিবারের দুই নারীর মৃত্যু ও এক তরুণীর গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
বগুড়ায় আবারো ঘটে গেল এক ভয়াবহ জোড়া খুনের ঘটনা। প্রেমসংক্রান্ত বিরোধের জেরে সাবেক প্রেমিকের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন, গুরুতর আহত হয়েছেন সাবেক প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর বগুড়া শহরতলীর ১৪ নম্বর ওয়ার্ডের হরিগাড়ি পশ্চিম পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ঘটনার বিবরণ অনুযায়ী, সৈকত নামে এক যুবক ধারালো অস্ত্র হাতে হরিগাড়ির একটি বাড়িতে ঢুকে সাবেক প্রেমিকা বন্যা, তার ভাবী হাবিবা বেগম (২২) এবং দাদী লাইলী বেগমকে (৭০) উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লাইলী বেগম ও হাবিবা বেগম নিহত হন। বন্যা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ঘাতক সৈকত। কিন্তু রাত আনুমানিক ৩টায় বগুড়ার খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত সৈকত বগুড়ার হরিগাড়ি এলাকার বাসিন্দা সোহেলের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানোর কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই সৈকতের আচরণ সন্দেহজনক ছিল। সে বিভিন্ন সময় বন্যার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।
এদিকে, একই পরিবারের দুই নারীর মৃত্যু ও এক তরুণীর গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।