
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের প্রধান সড়কে এ মিছিলটি বের হয়।
দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, জাতীয় ও স্থানীয় নানা অনিয়ম, দুর্নীতি এবং জনগণের অধিকার নিয়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। জনগণের কণ্ঠ রোধ করতে সরকার জুলুম-নির্যাতন চালাচ্ছে।
তারা অবিলম্বে দেশে সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।