
১৬ জুলাই বুধবার রাতে সুনামগঞ্জ জেলা, বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রাম জামে মসজিদে এশার নামাজের সময় এই ঘটনাটি ঘটে।পূর্ব চরগাঁও গ্রামের মৃত কান্দু মুন্সির ছেলে মুজিবুর রহমান(৬০) ও ফজলুর রহমান (৮০) আপন দুই ভাই ।পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে ঘাতক ফজলুর রহমান এ হত্যাকাণ্ড করে। এশার নামাজ আদায় করার জন্য পূর্ব চরগাঁও গ্রাম জামে মসজিদে মুজিবুর রহমান নামাজ পড়ার জন্য মসজিদে এসে নামাজ আদায় করছিলেন। ঘাতক ফজলুর রহমান ওই মসজিদে ঢুকে দেশিয় অস্ত্র বাঁশের মোতা দিয়ে আঘাত করতে থাকে পরে মসজিদের মুসিল্লিরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় রাতেই মৃত্যুবরণ করে মুজিবুর রহমান। বিশ্বম্ভরপুর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনার পরপরই বিশেষ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত মুজিবুর রহমানের লাশ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে।