
শরণখোলায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সুন্দরবন রক্ষার সাথে সাথে সুন্দরবন সংলগ্ন নদীর চর অঞ্চলে প্রাকৃতিকভাবে যে গাছগুলো জন্ম নিচ্ছে তার পরিচর্যা ও গাছের শাখা প্রশাখার রক্ষণাবেক্ষণ বিষয় প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলায় কৃষক বনজীবী জেলে সহ মোট ৪০ জনকে দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও গাছ সংরক্ষণে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারোল সুশ্রী বলেন এই বর্ষাকালে শরণখোলা উপজেলায় এক লক্ষ গাছের চারা রোপন করা হবে। এবং যে উপকরণগুলো বিতরণ করা হচ্ছে এই উপকরন গুলো গাছ পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু গাছ নিধনের জন্য নয়। নিউজিল্যান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কৃষক পরিচালিত প্রাকৃতিক পূনঃজন্ম বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার।