০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

  • Desk report
  • পোস্ট হয়েছেঃ ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 295

প্রতিটি লেখা শব্দে অনূভুতি প্রদানে (এ, ঐ, ও, ঔ) ব্যবহারকারী লেখক – রবিউল বাপ্পী, তিনিই প্রথম (এ, ঐ, ও, ঔ) সহ নানা চলমান শব্দ ব্যবহার করে প্রতিটি শব্দের মাঝে দুঃখ, কষ্ট, হাসি, কান্নার অনুভূতিকে শব্দের তীব্র আকারের অনূভুতি প্রকাশের দরজা সৃষ্টি করেছেন।

এই “শব্দের অনূভুবক’’ খ্যাতিমান তরুণ লেখক রবিউল বাপ্পীর লেখিত এক কবিতা গুচ্ছ “ধারালো কলম’’ নামে প্রকাশ পেয়েছে।

“ধারালো কলম’’ এর জনপ্রিয় এক কবিতা “হক’’ – যার কিছু অংশ আজকের খবর পত্রিকায় প্রচার করা হলো।

 

হক

– রবিউল বাপ্পী

 

মতলবের দুনিয়ায় ভালৌ বন্ধ,

কিছু কইরলে খাবে লেজে টান,

করে ফেলৌ মুখ-চৌউখ অন্ধ।

 

প্রতিভা প্রকাশে তুমি মইরলে,

তবুও বলিবে গালাত কইরলে,

অর্থ দিয়ে কিনে প্রতিভা…

ওদের প্রতিভাই থাকফে দলিলে।

 

উপরে ওঠার অধিকার ওদের,

তুমিই থাকৌ নিচে…

নজরে না পরার ভয়ে,

থাক্ক সব্বার পিছে।

 

নষ্ট হলেও দেশ ,হতি দাও নষ্ট,

নয়তৌ হাত পা কাটার পাবে কষ্ট।

 

ভালোর জন্য গলা বড় নই,

ফলে কারাগারে ডুকতে হই।

 

কুকুরের বাচ্চার জীবন পেয়ে,

নাচছি আমরা গেয়ে গেয়ে,

সামান্য গাদ্দারের ভয়ে ভয়ে,

হক নেই মোদের মরবো মোরা…

ইদুরের মতৌন করে।

 

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

পোস্ট হয়েছেঃ ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিটি লেখা শব্দে অনূভুতি প্রদানে (এ, ঐ, ও, ঔ) ব্যবহারকারী লেখক – রবিউল বাপ্পী, তিনিই প্রথম (এ, ঐ, ও, ঔ) সহ নানা চলমান শব্দ ব্যবহার করে প্রতিটি শব্দের মাঝে দুঃখ, কষ্ট, হাসি, কান্নার অনুভূতিকে শব্দের তীব্র আকারের অনূভুতি প্রকাশের দরজা সৃষ্টি করেছেন।

এই “শব্দের অনূভুবক’’ খ্যাতিমান তরুণ লেখক রবিউল বাপ্পীর লেখিত এক কবিতা গুচ্ছ “ধারালো কলম’’ নামে প্রকাশ পেয়েছে।

“ধারালো কলম’’ এর জনপ্রিয় এক কবিতা “হক’’ – যার কিছু অংশ আজকের খবর পত্রিকায় প্রচার করা হলো।

 

হক

– রবিউল বাপ্পী

 

মতলবের দুনিয়ায় ভালৌ বন্ধ,

কিছু কইরলে খাবে লেজে টান,

করে ফেলৌ মুখ-চৌউখ অন্ধ।

 

প্রতিভা প্রকাশে তুমি মইরলে,

তবুও বলিবে গালাত কইরলে,

অর্থ দিয়ে কিনে প্রতিভা…

ওদের প্রতিভাই থাকফে দলিলে।

 

উপরে ওঠার অধিকার ওদের,

তুমিই থাকৌ নিচে…

নজরে না পরার ভয়ে,

থাক্ক সব্বার পিছে।

 

নষ্ট হলেও দেশ ,হতি দাও নষ্ট,

নয়তৌ হাত পা কাটার পাবে কষ্ট।

 

ভালোর জন্য গলা বড় নই,

ফলে কারাগারে ডুকতে হই।

 

কুকুরের বাচ্চার জীবন পেয়ে,

নাচছি আমরা গেয়ে গেয়ে,

সামান্য গাদ্দারের ভয়ে ভয়ে,

হক নেই মোদের মরবো মোরা…

ইদুরের মতৌন করে।