০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে ভেকু দিয়ে মাটি উত্তোলন: মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে আবাদি জমি থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার, অভিযানে রৌমারী থানা পুলিশের একটি দল, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে অংশ নেয়।
আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চর রাজিবপুর পশ্চিম কারিগরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বদিউজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে রাজিবপুর ও রৌমারী উপজেলায় ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। এসব মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত মিজানুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন,
“অবৈধ কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জনসচেতনতায় সক্রিয় ভূমিকা পালন করছে।”
স্থানীয় বাসিন্দারা ইউএনও ও পুলিশ প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, প্রশাসনের এই ধরনের উদ্যোগে ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কার্যক্রমে লিপ্ত হওয়ার সাহস পাবে না।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৪-৩০ জুলাই) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

রৌমারীতে ভেকু দিয়ে মাটি উত্তোলন: মিজানুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৪:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে আবাদি জমি থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার, অভিযানে রৌমারী থানা পুলিশের একটি দল, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে অংশ নেয়।
আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চর রাজিবপুর পশ্চিম কারিগরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বদিউজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে রাজিবপুর ও রৌমারী উপজেলায় ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। এসব মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত মিজানুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন,
“অবৈধ কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জনসচেতনতায় সক্রিয় ভূমিকা পালন করছে।”
স্থানীয় বাসিন্দারা ইউএনও ও পুলিশ প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, প্রশাসনের এই ধরনের উদ্যোগে ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কার্যক্রমে লিপ্ত হওয়ার সাহস পাবে না।