
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন রহমানপুর (ঝাকুয়াটারি) নামক স্থানে লালমনি-বুড়িমারী মহাসড়কের পাশে একটি টিনসেড ঘরে লাইসেন্স বিহীন রাফা এন্টারপ্রাইজ নামে পেট্রোল ডিপোতে বুধবার (২৩জুলাই) বিকাল সাড়ে চারটা সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আদালত পেট্রোলিয়াম আইন ২০১৬ ও সংশ্লিষ্ট বিধিমালা ২০১৮ লংঘন করে লাইসেন্স ব্যতীত ব্যবসা করায় মেসার্স রাফা এন্টারপ্রাইজকে ১০,হাজার টাকা অর্থদণ্ড করে এবং উক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রাপ্তির পূর্ব পর্যন্ত যাবতীয় পেট্রোলিয়াম জাতীয় সকল প্রকার দ্রব্যাদি ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে। রাফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুর রহমানকে পাওয়া যায়নি ও মোবাইল ফোনে কল করেও বন্ধ পাওয়া যায়।
এ সময় পাটগ্রাম থানার এসআই সোহাগ হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে ভ্রাম্যমাণ আদালত কে।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন লাইসেন্স বিহীন এই তেল ডিপোর বিরুদ্ধে পাটগ্রাম উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে।