
মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো “সবুজ উৎসব ২০২৫” উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষ রোপণ কর্মসূচী।
বুধবার (২৩ জুলাই) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ।
মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকাশ কাছাড়ের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচীতে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ও পরিবেশপ্রেমীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”
এই উপলক্ষে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। সবুজে ভরে উঠুক মাগুরা—এই স্লোগানকে সামনে রেখে রিপোর্টার্স ইউনিটির এ ধরনের উদ্যোগে এলাকাবাসী গভীর প্রশংসা করেন।
সবুজের বার্তা ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এ ধরনের আয়োজন আগামী দিনেও নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।