
সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের চারদিন পর মঞ্জুর আহমদ (৩০) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর স্টীল ব্রীজ সংলগ্ন এক ঠিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।মনজুর আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি ঢাকাদক্ষিণ বাজারের মা কনফেকশনারি নামক একটি দোকানের সত্ত্বাধিকারী ছিলেন।
জানা যায়, গত ৪ দিন আগে বিকেলে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেন নি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করে ও বাজারে বাজারে মাইকিং করেও তার কোন খোঁজ পাওয়া যায় নি। পরে বুধবার দুপুরে গরু চরাতে গিয়ে ঝোপের মধ্যে তার লাশ দেখতে পান স্থানীয়া। খবর পেয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মনজুর খুবই সাদামাটা মানুষ ছিল। সবার সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কেউ হয়তো অজ্ঞাত কারণে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন করার দাবি জানান তারা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।