
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সীতাকুণ্ডের সৈয়দপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী তিনটি আয়োজন।২৩ জুলাই (বুধবার) বিদ্যালয়ে উন্মোচন করা হয় সচেতনতামূলক দেয়ালিকা “আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব”। পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে উদ্বোধন করা হয় “সততা স্টোর”। একই দিনে জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দীন ভূঁইয়া। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্যামল কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) জনাব বিভাষ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব অহিদুল আলম এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের জানাশোনা ও দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দীন ভূঁইয়া। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্যামল কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) জনাব বিভাষ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব অহিদুল আলম এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের জানাশোনা ও দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়।