
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজকে একটা গুষ্টি অরাজকতা সৃষ্টি করছে, নাম- বেনামে, ছদ্মনামে সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে তারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সাধারণ শিক্ষার্থীর নাম ব্যবহার করে যারা ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে তারা কেউ সাধারণ শিক্ষার্থী নয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি তাদের পিছে রয়েছে একদল গুপ্ত বাহিনী। গত ১৭ বছর লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে রাজনীতি করা একদল এখন ক্যাম্পাসগুলোতে বিরাজনীতিকরণ করতে চায়, এসব মন্তব্য করেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।