
ঝিনাইদহে বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসরিন সুলতানা নামে এক প্রাইমারি শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চরখাজুরা গ্রামের স্কুল শিক্ষক আমিরুল ইসলামের স্ত্রী।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার ভাটই বাজারের তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় নাসরিন সুলতানা ভাটই বাজার থেকে বাজার করে স্বামী আমিরুলের সাথে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল এসময় বাজারের তেল পাম্পের নিকট পৌছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয় এসময় নাসরিন সুলতানা রাস্তার উপরে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করে। মোটরসাইকেল চালক স্বামী রাস্তার পাশে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পায়। নাসরিনের মরদেহ ক্ষতবিক্ষত হওয়ায় পরিবারের পক্ষ থেকে পোষ্টমর্টামে আপত্তি জানালে প্রশাসনের মাধ্যেমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাসরিনের দুই সন্তানের মধ্যে মেয়ে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং একমাত্র ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। নাসরিণের মৃত্যু সংবাদ শুনার সাথে সাথে তার সহকর্মী এবং শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।