
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের উদ্বোধন হয়েছে আজ। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ,খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিল রহমান জামিল এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে সিরাগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে ৪১-২৬ পয়েন্টের ব্যবধানে বিশাল জয় পায় বগুড়া জেলা দল। নারীদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষনা করা হয়। রাজশাহী বিভাগের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।