
গাইবান্ধা সদর উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে এক সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এবং এতে সহযোগিতা করে AWO International ও BMZ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
“সংঘবদ্ধ অপরাধ মানব পাচার – বন্ধ হোক শোষণের অনাচার” — এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন,
“মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ও আন্তর্জাতিক অপরাধ। সচেতনতা, আইনি পদক্ষেপ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই এ বিপদ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করে তোলার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন GUK-এর কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধীজন। শেষে সচেতনতামূলক একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস প্রতিবছর ৩০ জুলাই বিশ্বব্যাপী পালিত হয়। এই দিবসটির মূল উদ্দেশ্য হলো মানব পাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পাচার রোধে বিশ্বব্যাপী কার্যকর ব্যবস্থা গ্রহণ।