
গত ২৯-০৭-২০২৫ খ্রি. তারিখ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দইখাওয়া আদর্শ কলেজ এর আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও র্যালির পর দইখাওয়া আদর্শ কলেজ হলরুমে দইখাওয়া আদর্শ কলেজ এর সহযোগীতায় এবং উপজেলা প্রশাসন, হাতীবান্ধার আয়োজনে জনাব শামীম মিঞা, উপজেলা নির্বাহী অফিসার হাতীবান্ধা মহোদয়ের সভাপতিত্বে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে জনমনে গণসচেতনা তৈরী করে।
উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট, জনাব নিয়ামুল ফাতেমী (বীর প্রতীক) (অবসর কর্নেল), জনাব জয়ন্ত কুমার সেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, জনাব মোঃ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ, দইখাওয়া আদর্শ কলেজ, হাতীবান্ধা, জনাব মাহমুদুন-নবী, অফিসার ইনচার্জ, হাতীবান্ধা থানা, জন-প্রতিনিধি, সাংবাদিক, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীগনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।