
তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে (লামছি শম্ভুপুর) ০৭ নং ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে বাক প্রতিবন্ধী কবির (৩৫)
গত মঙ্গলবার হঠাৎ করে নিখোঁজ হন।
নিখোঁজের চারদিন পর গতকাল শুক্রবার সকালে ০১/০৮/২০২৫ ইং তারিখে মৃত অবস্থায় রাড়ি বাড়ির পুকুর থেকে তজুমদ্দিন থানার পুলিশ এসে কবিরের লাশ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন দেখা গিয়েছে! ময়না তদন্তের জন্য কবিরের লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এটি কি পরিকল্পিত কোন হত্যা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছেন। প্রতিবন্ধী কবিরের মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোক বিরাজ করছে।