
খাগড়াছড়িতে মানবেনন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানারেন পার্বত্য যানবাহন মালিক সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটি,
খাগড়াছড়ির পার্বত্য যানবাহন মালিক সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতির পিতা মানবেনন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শনিবার(২আগস্ট) সকাল খাগড়াছড়ির মহাজন পাড়াস্থ মানবেনন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে পার্বত্য যান বাহন মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি আয়ুষ চাকমা ও সাধারণ সম্পাদক জুয়েল চাকমা নেতৃত্বে এ শ্রদ্ধা জানান।
সমিতি প্রতিষ্ঠার পর এই প্রথম গনতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতির সদস্যদের প্রত্যেক্ষ ভোটে
সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হন।
নব নির্বাচিত সমিতির সভাপতি আয়ুষ চাকমা ও সাধারণ সম্পাদক জুয়েল চাকমা জানান তারা তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। এই তিন বছর পার্বত্য যান বাহন মালিক সমিতির সকল সদস্য, ড্রাইভার, শ্রমিক ও যাত্রীদের কল্যানের জন্য কাজ করবেন।