
তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ইউনিয়নে শিবপুর খাসেরহাট বাজার সংলগ্ন “দাই বাড়ির কোনা” রাস্তা সংস্কারের জন্য সরকার থেকে বরাদ্দকৃত টাকা তুলে রাস্তা সংস্কার না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে! টাকার পরিমান (৩,৫০,০০০) তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
রাস্তার সংস্থার না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করেছেন তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।