
বরগুনায় তালতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবি ও রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইউনুছ হাওলাদার গং এর বিরুদ্ধে । এ ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী চান চান রাখাইন বাদী হয়ে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহার হিসেবে গন্য করার নির্দেশ দেন।
আসামিরা হলেন- একই এলাকার ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২), আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২)। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জন।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা গত ০৬ জুলাই সকালে বাদী চান চান রাখাইনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে চান চান রাখাইনের পৈত্রিক সম্পত্তি চরপাড়া মৌজা জেএল নং -৪০ এসএ খতিয়ান নং ০৮ এর জমি দখলের জন্য রাতের আঁধারে ঘর তুলে। আসামিরা চাঁদাবাজি ও ভূমি দস্যু জাল-জালিয়াতির মামলা জি,আর ২৭৩/১৩ (তাল) এবং সি,আর ১৫০/১৪ (তাল) নং মামলায় জেল হাজত খাটিয়াছে এবং আমার ক্ষতি সাধন করার জন্য পায়তারা খুজিতে থাকে বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামিরা কারাগারে থাকায় তাদের পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।
ভুক্তভোগী রাখাইন চান চান বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের জমিজমা দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।