
ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান এর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজ শনিবার পালিত হলো তৃতীয় দিনের কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।উপজেলার শহীদ মিনার চত্বরে সকাল ১০টা থেকে শুরু হয় এ কর্মসূচি। দলের শতাধিক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন, ব্যানার-প্ল্যাকার্ড হাতে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, তৃণমূলের গণরায়কে উপেক্ষা করে নেওয়া বহিষ্কার আদেশ দলীয় ঐক্যে আঘাত হেনেছে। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রত্যাহার চাই। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
নেতারা জানান, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি আসবে।