
মাদারীপুরের কালকিনিতে উপজেলার কালকিনি ফাযিল (ডিগ্রী)মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার(২আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর-৩ এর মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। এ সময় উদ্বোধনী বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালকিনি ইসলামী ব্যাংকের প্রধান শাহ মোঃ এনামুল হক,মাদ্রাসার সহ সভাপতি মোঃ ইউনুছ আলী সরদার,মাওলানা এস.এম .শাহআলম। এ সময় বিভিন্ন বক্তারা মাদ্রাসা শিক্ষাকে আরো যুগোপযোগী পাঠদানের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করন। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার আরবী প্রভাষক শাহীন আলম।