
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র
করে আলিম ও জাহিদ দুই গ্রুপের সংঘষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আলিমের ছেলে
সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু। সোমবার(০৪ আগস্ট) বিকালে বাগেরহাট
প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিঠু বলেন, এই সহিংসতা
ও সংকট তৈরির প্রচেষ্টা শুধু ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে নয়। এটা পুরো
উপজেলা বিএনপির নেতৃত্বের বিষয়। উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক হাফিজুর
রহমান তুহিনের কর্মীরা ৮টি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। অপর দিকে হাফিজুর
রহমান তুহিনের প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব
জাহিদুল ইসলামের লোকজন মাত্র একটি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। মূলত
মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু, সাধারণ
সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক ও সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম
হাওলাদারকে দিয়ে মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সম্মেলন বানচাল করিয়ে,
উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করার উদ্দেশ্যে এই সংহিংস্য করছে।
তিনি আরো বলেন, মল্লিকের বেড় ইউনিয়ন বাগেরহাট জেলার গোপালগঞ্জ। ২০১৪
সালের সংসদ নির্বাচনে মল্লিকের বেড় ইউনিয়নে বিএনপিÑজামায়াত জোট ধানের শীষ
প্রতিকে ১৫৬ ভোট পেয়েছিল। একারনে আমাদের বাড়ি ঘরে হামলা লুটপাট করে আগুন
জালিয়ে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমার পিতাসহ পরিবারের লোকজন
বাড়িঘর ছেড়ে ধীর্ঘদিন ধরে এলাকার বাইরে থাকতে হয়েছে। আমাদের ত্যাগের
কারনে জেলা বিএনপি আমার পিতাকে ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব দেয় । আমার
পিতা শত প্রতিক’লতার মধ্যে দলকে সংগঠিত করে আসছে। সম্প্রতি রামপালে
ইউনিয়ন কমিটি গড়ঠনকে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারির সাথে
জড়িত একটি গোষ্টি আমার পরিবারের সুনাম নষ্ট করতে ও পরিকল্পিত ভাবে কমিটি
গঠন বন্ধ রাখার পায়তারায় ব্যাস্ত । এই চক্রের মূল ব্যাক্তি জাহিদুল ইসলাম
গং ৩ আগষ্ট রবিবার বিকালে বহিরাগত লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে
সন্যসী বাজারের উপর বসত বাড়িতে ও দোকানে হামলা চালায়। এক পর্যায়ে আমরা
অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী আমাদের গভীর রাতে উদ্ধার করেছে। এই
সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি অফিসে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করেছে । সংবাদ সম্মেলনে
এই ঘটনার সুষ্ঠতদন্ত ও বিচার দাবী করেছেন মিঠু । সংবাদ সম্মেলনে ইউনিয়ন
বিএনপির সভাপতি আব্দুল আলিম , সাধারন সম্পাদক এ্যাড হুমাউন কবির ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।