
উত্তরাঞ্চলের প্রানকেন্দ্রখ্যাত বগুড়া শহর যেনো জ্যামের শহরে পরিনতহচ্ছে। বগুড়া শহরে পেশী শক্তি যার যত বেশি টাকা ইনকাম তার তত বেশি। স্টেশন রোডের রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের সামনে রাস্তায় চৌকি বসিয়ে খুদে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে নিচ্ছেন। গোটা বগুড়া শহর জুড়ে ঠিক একইভাবে বসিয়েছেন, আবার ভার বা ভ্যানে করে ফুটপাতে বসলেও টাকা নিচ্ছে উপরের দোকান দাররা পবিত্র রমজান ও ঈদুল ফিতর কে কেন্দ্রকরে আস্তেআস্তে বেরেইচলেছে ফুটপাতের দোকান গুলো। টাকা না দিলেই দোকানের সামনে ফুটপাতে দোকান বসাতে পারছেন না ঐ সকল ক্ষুদ্র ব্যাবসায়ীরা রাস্তায় যারা দোকান বসে টাকা নিচ্ছেন, পুলিশ ভুল করেও তাদের ধারের কাছে যান না, কোন প্রশ্নও তোলেন না। যানজটের মূল কারণ মার্কেটের সামনে দোকান বসিয়ে দেওয়া। এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য। বগুড়ার সচেতন নাগরিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনাকরছেন।