
সোহান মিয়া (১২) নামে পঞ্চশ শ্রেণীর ছাত্রকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী দুলাল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগ্রাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের রতন মিয়ার ছেলে সোহান মিয়া বীরগ্রাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন সন্ধ্যায় সোহান পাশের গ্রামের তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে একই গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মো: দুলাল মিয়া সোহানকে আটকিয়ে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে চলে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই সোহান মারা যায়। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ও নিলক্ষ্যা বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয় কুমার পাল ঘটনাস্থলে গিয়ে নিহত ওই কিশোরের লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় হত্যাকান্ডে ব্যবহৃত দা সহ অভিযুক্ত দুলাল মিয়াকে আটক করে। বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রায়পুরা থানার এসআই জয় কুমার পাল জানান, নিহত সোহানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা রতন মিয়া বাদী হয়ে দুলাল মিয়াকে আসামী করে রায়পুরায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।