
মোহাম্মদ পুর তাজমহল রোড BFC সামনে এক জন্য ছিনতাইকারীকে ধরা হয়েছে। স্থানীয়রা
রাজধানীর মোহাম্মদপুর অভিযোগে এক জন্য কে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে রাস্তায় ফেলিয়ে মারধোর করা হয়েছে। বুধবার সন্ধ্যা ০৫.৩০ টার দিকে এ ঘটনা ঘটেছে।
তাকে পাকা রাস্তায় ফেলিয়ে গণপিটুনি দেয় এবং ছিনতাইকারীর শরীরে অনেক আঘাত পেয়েছে তার শরীরে থেকে রক্ত বের হচ্ছে । ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়, স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন এবং কেউ কেউ তাকে লাথি দিচ্ছেন তাদের নিবৃত্তকেরতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্যেমোবাইল ফোনে ভিডিও করছিলেন আর সাথে কেউ কেউ বলছেন ছিনতাইকারী কে উঠে দাঁড়া উঠে দাঁড়া । কিন্তু ছিনতাইকারী উঠে দাঁড়াতে পারছে না কিন্তু ছিনতাইকাী তারপরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ঘটনাগুলো দেখে ওখানে থাকা ট্রাফিক পুলিশ যায় এবং পুলিশ গিয়ে মারধোর করতে বাধা দেয়।