০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শনিবার (১৯ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং সারাদেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম সূর্য এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নান্দাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম সূর্য। তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে দমন করতে দেশের মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই অপচেষ্টা রুখে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বাবু  পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সকলেই সরকারের দমননীতি, গ্রেফতার, মিথ্যা মামলা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহের ভ‚মিদস্যু বাহার আবার সক্রিয়: দল বদলে ফিরেছে পুরনো অপকর্মে

নান্দাইলে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পোস্ট হয়েছেঃ ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
শনিবার (১৯ জুলাই) বিকেলে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং সারাদেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম সূর্য এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নান্দাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম সূর্য। তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। বিএনপিকে দমন করতে দেশের মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই অপচেষ্টা রুখে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বাবু  পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সকলেই সরকারের দমননীতি, গ্রেফতার, মিথ্যা মামলা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান।