
গাজীপুরের কালীগঞ্জে ২০২৬ ইং সনে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলার বাহাদূরসাদী ইউনিয়নস্থ বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। বিশেষ অতিথি বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এস এম জয়নাল আবেদীন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. শওকত আলী। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. রুহুল আমিন এর সঞ্চালনায় ও অভিভাবক সদস্য মো. ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহা।
প্রধান অতিথি নূর-ই- জান্নাত বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করাসহ দায়িত্বশীল হওয়া ও সন্তানের প্রতি যত্নবান হতে হবে। শিক্ষার্থীদের বলিষ্ঠ মনোবল আর শিক্ষকদের আন্তরিকতায়ই প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তিনি শিক্ষকদের আরোও যত্নবান হতে এবং অভিভাবকদের সন্তানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি আলহাজ¦ এস এম জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়টি উপজেলায় একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তার পূর্বের ঐতিহ্য ও সুনামে ফিরে আনতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ^াস প্রদান করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করা সম্ভব।