
মঙ্গলবার(৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে শহীদ শাকিনুর রহমান ও ৪ নং বরিশাল ইউনিয়নের শহীদ আরিফুল ইসলামে করবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শহীদের পুষ্পমাল্য অর্পণে পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ও সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টাে, ১ নং কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,জামায়াতের আমির শামিম প্রধান সহ শহীদ পরিবারের সদস্যরা, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পমাল্য অর্পণ পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’
উল্লেখ্য গত ৫ আগস্ট ২৪ইং শেখ হাসিনা পালিয়ে গেছে শুনে ছাত্র জনতার বিজয় মিছিল আশুলিয়া থানার সামনে গেলে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ২৭ বছর বয়সী শাকিনুর রহমান।
অপরদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় শান্তি পূর্ণ মিছিলে আনছারের গুলিতে নিহত হন ৩৫ বছর বয়সী আরিফুল ইসলাম।