
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে জুলাই অভ্যুত্থান এর প্রথম বার্ষিকী উপলক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা। সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।