১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তী কালীন সরকারের ও দেশ ছেড়ে পালাতে হবে- হাবিব

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে। আ’লীগ যেমন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারে নি। পালাবো না বলেও, দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও দু-একটা ছোটখাটো দলের ওপর ভিত্তি করে একতরফা নির্বাচন করলে তাদের পরিনতিও ফ্যাসিস্ট আ’লীগের মতই হবে।
মঙ্গলবার ৫ আগস্ট সকালে পাবনা জেলার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড.ইউনূসের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পর বহির্বিশ্বের কোন দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক ভাবে এ সরকার কে সহযোগিতার হাত বাড়ায়নি। অন্তবর্তীকালীন সরকারকে কেউ বিশ্বাস করে না, কারন এরা কখন থাকবে কখন যাবে কেউ জানে না।হাবিব বলেন, আজ নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিএনপিকে কুটুক্তি করে কথা বললে তার উচিত জবাব দেওয়া হবে। এ সরকারের উচিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানিত করে তাদের পরিবারকে পূনর্বাসিত করা এবং হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর বিচার করা।সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন সহ অন্যান্যরা। এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

অষ্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তী কালীন সরকারের ও দেশ ছেড়ে পালাতে হবে- হাবিব

পোস্ট হয়েছেঃ ০১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে। আ’লীগ যেমন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারে নি। পালাবো না বলেও, দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও দু-একটা ছোটখাটো দলের ওপর ভিত্তি করে একতরফা নির্বাচন করলে তাদের পরিনতিও ফ্যাসিস্ট আ’লীগের মতই হবে।
মঙ্গলবার ৫ আগস্ট সকালে পাবনা জেলার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড.ইউনূসের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পর বহির্বিশ্বের কোন দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক ভাবে এ সরকার কে সহযোগিতার হাত বাড়ায়নি। অন্তবর্তীকালীন সরকারকে কেউ বিশ্বাস করে না, কারন এরা কখন থাকবে কখন যাবে কেউ জানে না।হাবিব বলেন, আজ নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিএনপিকে কুটুক্তি করে কথা বললে তার উচিত জবাব দেওয়া হবে। এ সরকারের উচিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানিত করে তাদের পরিবারকে পূনর্বাসিত করা এবং হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর বিচার করা।সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন সহ অন্যান্যরা। এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।