
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে জুলাই যুদ্ধে শহীদ এর শ্রদ্ধান্জলী ও কবর জিয়ারত করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম মহোদয়, মান্যবর জেলা পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান মহোদয় এর সাথে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম মহোদয়। এরপর জেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে সম্মিলন অনুষ্ঠানে মান্যবর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম মহোদয় বক্তব্য প্রদান করেন। এরপর মান্যবর সিভিল সার্জন মহোদয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি উদ্বোধনে অংশ গ্রহণ করেন।নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশেষভাবে পালিত হয়।