
গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে রেলিগেট বাজারস্থ জনৈক ইউনুছ এর বাড়ি থেকে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) আঃ কাদের সরদার (৫০), পিতা-মৃত: আঃ রশিদ, সাং-রেলিগেট, থানা-দৌলতপুর, ২) ইউনুচ চোকিদার (৫২), পিতা-মৃত: জিন্নাত চৌকিদার, সাং-রেলিগেট, থানা-দৌলতপুর, ৩) নাছির বেপারী (৩৬), পিতা-মোঃ কাশেম বেপারী, সাং-পালপাড়া, থানা-দৌলতপুর, ৪) আকাশ রায় (৪৫), পিতা-মৃত: দুলাল রায়, সাং-রেলিগেট, থানা-দৌলতপুর এবং ৫) সোহেল রানা (৩৫), পিতা-আঃ মান্নান হাওলাদার, সাং-পালপাড়া, থানা-দৌলতপুর, খুলনাদের’কে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ৭ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ২ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।