
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন (৫৫) নিহত হয়েছেন। তিনি সীতাকুণ্ড পৌরসভার সমাজসেবক ও নারী উন্নয়নকর্মী আলেয়া বেগমের স্বামী।
বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভাটিয়ারী এলাকায় বিএম ডিপো গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমিনুর রহমানের পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন জানান, সোনাইছড়ি কেশবপুর এলাকার চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলে থাকা অবস্থায় জসিম উদ্দিনকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।