
শুক্রবার শরীয়তপুর জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের আয়োজনে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমগ্র জেলা থেকে বৃত্তি প্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ছাড়াও উক্ত অনুষ্ঠানে আইনজীবী, ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াত ইসলামের আমীর জনাব মাওলানা আব্দুল রব হাসেমী। এছাড়াও কিশোরকন্ঠের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সর্বশেষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা এবং নগর অর্থ বিতরন করা হয়।