১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উচ্চমান সহকারী নবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যু

  • আকাশ আহমেদ
  • পোস্ট হয়েছেঃ ০৮:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 136

শ্রম ভবনের সাধারণ শাখা হতে সদ্য বদলি হয়েআসা বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরে উচ্চমান সহকারী হিসেবে মোঃ নবিউল ইসলাম শুক্রবারে জয়পুরহাট জেলার কালাই উপজেলা জিন্দারপুর ইউনিয়নে করিমপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাওয়ার পথে মোলামগাড়ি বাজারে ট্রাকের চাকায় পিষ্টহয়ে সন্ধ্যা আনুমানিক ৬ টা ৪০ মিনিটে দুর্ঘটনার স্থলেই মৃত্যু বরণকরেন।প্রতক্ষদর্শিরা জানান যে মোলামগাড়ি বাজারে রাস্তার দুইধারে অবৈধভাবে রাখা ভটভটি(নসিমন/করিমন)র সাথে ধাক্কা লেগে বামপাশেপরেগিয়ে নবিউল ট্রাকের চাকায় পৃষ্ঠহয়েছে।মোলামগাড়ি বাজারের আরো লোকজন জানান যে নষ্ট ভটভটি(নসিমন/করিমন) মোলামগাড়ি বাজারে রাস্তার পাশেরেখে সার্ভিসিংয়ের কাজ করারকারোনে অহরহ দুর্ঘটনা ঘটছে।বিষয়টি যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনাকরেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে হাফিজ সভাপতি বাবুল সম্পাদক নির্বাচিত

বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের উচ্চমান সহকারী নবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

শ্রম ভবনের সাধারণ শাখা হতে সদ্য বদলি হয়েআসা বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরে উচ্চমান সহকারী হিসেবে মোঃ নবিউল ইসলাম শুক্রবারে জয়পুরহাট জেলার কালাই উপজেলা জিন্দারপুর ইউনিয়নে করিমপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাওয়ার পথে মোলামগাড়ি বাজারে ট্রাকের চাকায় পিষ্টহয়ে সন্ধ্যা আনুমানিক ৬ টা ৪০ মিনিটে দুর্ঘটনার স্থলেই মৃত্যু বরণকরেন।প্রতক্ষদর্শিরা জানান যে মোলামগাড়ি বাজারে রাস্তার দুইধারে অবৈধভাবে রাখা ভটভটি(নসিমন/করিমন)র সাথে ধাক্কা লেগে বামপাশেপরেগিয়ে নবিউল ট্রাকের চাকায় পৃষ্ঠহয়েছে।মোলামগাড়ি বাজারের আরো লোকজন জানান যে নষ্ট ভটভটি(নসিমন/করিমন) মোলামগাড়ি বাজারে রাস্তার পাশেরেখে সার্ভিসিংয়ের কাজ করারকারোনে অহরহ দুর্ঘটনা ঘটছে।বিষয়টি যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনাকরেন।