
বরিশাল নগরীর কেডিসি এলাকায় আজ দুপুরে এক সাঁড়াশি মাদক বিরোধী অভিযান চালিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর ডিবি পুলিশ বাহিনী। এই অভিযানে রুবেল নামে একজনকে আটক করে বাকীরা পালিয়ে যায়।রুবেল কেডিসি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পারুলের ছেলে।অভিযোগ আছে পারুল একাধিক মাদক মামলার আসামী। রুবেল ও মাদক ব্যবসার সাথে জড়িত।গত ৯ জুলাই বরিশালে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক।এরপর নড়েচড়ে বসে বরিশাল মহানগর প্রশাসন।তার ধারাবাহিকতায় আজ পুলিশ এবং বরিশাল মহানগর ডিবির সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী আজ দুপুর ১২টার দিকে কেডিসি এলাকায় অভিযান শুরু করে। অভিযানের সময় কেডিসি এবং সংলগ্ন বস্তি এলাকা ঘিরে ফেলা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় তবে মাদক ব্যবসায়ীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।অভিযান পরিচালনাকারী দলের বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কেডিসি এলাকায় মাদক কেনাবেচা চলছিল বলে অভিযোগ আসছিল। আজকের এই অভিযান মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা। তিনি আরও জানান, আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, মাদকের প্রভাবে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।